নব নির্বাচিত সংসদ সদস্য কে অভিনন্দন জানিয়েছেন ইউপি সদস্যও আওয়ামী লীগ নেতা দেবু
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৯ খুলনা দাকোপ বটিয়াঘাটা -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্যও খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বাবু ননী গোপাল মন্ডল, গত- ০৭ জানুয়ারী খুলনা-১ আসন দাকোপ বটিয়াঘাটা থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন বাবু ননী গোপাল মন্ডল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা- জেলার বটিয়াঘাটা উপজেলার -১নং জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে বার,বার নির্বাচিত সফল ইউপি সদস্যও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী সংগ্রামী যুগ্ন- সাধারণ সম্পাদক গরীব দুঃখী মেহনতী মানুষের প্রিয় বন্ধুও মানবতার ফেরিওয়ালা বাবু দেব্রত মল্লিক দেবু, নব নির্বাচিত সংসদ সদস্য বাবু ননী গোপাল মন্ডলের বিজয়ের উচ্ছাস প্রকাশ ইউপি সদস্যও আওয়ামী লীগ নেতা দেব্রত মল্লিক দেবু বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানেও আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত আধুনিকও স্মার্ট দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা বির্নিমানে নব নির্বাচিত সংসদ সদস্য বাবু ননী গোপাল মন্ডল কে সকলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতে হবে। বাবু ননী গোপাল মন্ডল বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করায় দাকোপ বটিয়াঘাটার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি সদস্যও আওয়ামী লীগ নেতা দেব্রত মল্লিক দেবু।