ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোহাম্মদ : আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
“চল যাই যুদ্ধে -মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৫ জানুয়ারি সোমবার বিকেলে জগন্নাথ হাটের পশ্চিম পার্শ্বস্থ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ পরবর্তী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী। ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ডিপিএল পরিচালনা কমিটির পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিঠু শীল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ আমিন, নোয়াপাড়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সমাজহিতৈষী কাজী মোহাম্মদ খোরশেদ, টিটু ঘোষ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জনি। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ডাবুয়া টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটের বিনিময়ে জয়লাভ করে চ্যাম্পিয়ানশীপ অর্জন করেন ডাবুয়া ক্যাপিটাল। ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করে বিজয়ী দলের খেলোয়ার সাগর। খেলা পরিচালনা করেন দুই অভিজ্ঞ আম্পায়ার সৈয়দ মোহাম্মদ আরজু এবং মোহাম্মদ হিরু। ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আসিফ, ইমন, মোহাম্মদ রিফাত, আরজু, মাহফুজ, বাবলু, বোরহান, মোহাম্মদ আজাদ, সৈকত প্রমুখ