মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে ডক্টর হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি :
বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের প্রিয়ভাজন জনদরদি, জননেতা চট্রগ্রাম সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর কৃতি সন্তান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর রুপকার, শিক্ষা দ্বারা মানুষকে কর্মমুখী করার কঠিন চ্যালেঞ্জ গ্রহণকারী ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন বৃহত্তর বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন, নারী উন্নয়নের পথিকৃৎ, শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক,শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। ঢাকায় মাননীয় মন্ত্রী মহোদয় এর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে টিএমএসএস এর বার্ষিক সাধারণ পর্যদের ইভেন্ট কর্মঅর্জন স্যুভিনিয়র ও সাধারণ পর্ষদের কার্যপত্রের আলোচ্য বিষয় মেমোবহি মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রদান করেন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। সৌজন্য সাক্ষাতে পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাননীয় মন্ত্রী মহোদয় কে টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সহ টিএমএসএসের নানা প্রতিষ্ঠান দেখার আহবান জানান তিনি। এ সময় মাননীয় মন্ত্রী মহোদয় এর একান্ত সচিব, অন্যান্য কর্মকর্তা, টিএমএসএস এর আইসিটি ও পরিবেশ সেক্টর প্রধান ডক্টর নিগার সুলতানা এবং নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।