ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারী রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সিরাজুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম রাফি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আলম মুকুল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।