নরসিংদী,পলাশ উপজেলা,চর সিন্দুর কমিউনিটি ক্লিনিকের চাবি হস্তান্তর করলেন ডঃ সৈয়দ আমিরুল হক শামীম
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
অদ্য ২১/০১/২৪ ইং রবিবার নরসিংদী জেলা, পলাশ উপজেলায় চরসিন্দুর বাজার সংলগ্নে কমিউনিটি ক্লিনিকটি বেশ কয়েকটি বৎসর যাবত জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে ভাড়াটিয়া বাড়িতে কার্যসেবা প্রদান করিতেন। কমিউনিটি ক্লিনিকটি পূর্ন নির্মাণের মাধ্যমে প্রাথমিক আধুনিক সেবার প্রদান করা সম্ভব । পুননির্মাণের পর আজ শুরু হল নব উদ্যমে কর্মযাত্রা ।
সিএইচসিপি মেহেদী হোসেনের হাতে কমিউনিটি ক্লিনিকের চাবি তুলে দিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম। কমিটি কমিউনিটি ক্লিনিকের কর্মযাত্রা পুনরায় শুরু হওয়ার কারণে আশেপাশে গ্রামের দরিদ্র, অসহায় ,নিরীহ, জনসাধারণ নরমাল ডেলিভারি ও ছোটখাটো অপারেশন সহ চিকিৎসা সেবা ঔষধ , পরামর্শ গ্রহণ করিতে পারিবেন। কমিউনিটি ক্লিনিকটি পুনরায় চালু হওয়ার কারণে এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। পরিশেষে আলোচনা কবিতা আবৃত্তির দোয়ার মাধ্যমে ডক্টর সৈয়দ আমিরুল হক শামীম কমিউনিটি ক্লিনিকের চাবি হস্তান্তর করেন।
সেবার চাবি হস্তান্তর
যাত্রা তব শুরু হোক এ সেবা কর্মস্থলে,
আর্ত পীড়িতরা আসুক হেথা দলে দলে।
মমতার পরশ লবি হোব প্রশান্ত তনুমন-
সেবা কর্ম দ্বারা হোক সার্থক এ জীবন।
হাসিমুখে বাড়াও হাত-দাঁড়াও দুখির পাশে-
মানবসেবার ফল্গুধারা বহাও অনায়াসে।
মানবসেবার মত সুখ নাই শোনো বন্ধুগণ,
মানব প্রেমে তৃপ্ত হৃদয়ে ধন্য করো জীবন।