টিএমএসএসের আলু বীজ উৎপাদন ও বাজারজাত করণে মাঠ দিবস অনুষ্ঠিত
এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের কৃষি সেক্টরের আওতাধীন পরিচালিত আলু বীজ উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
টিএমএসএস এর আইসিটি ও পরিবেশ সেক্টর এখতিয়ারে আধুনিক প্রযুক্তি অবলম্বনে উচ্চ ফলনশীল রোগমুক্ত বিভিন্ন ভ্যারাইটির সুস্বাদু আলু বীজ উৎপাদন ও বাজারজাত করণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর উৎপাদিত আলু বীজ যা টিএমএসএস বরকত বীজ নামে পরিচিত। টিএমএসএস বরকত বীজের ডিলার,লীড ফার্মার সমন্বয়ে আলোচনা সভায় দিনাজপুর জেলার বীরগঞ্জের উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হায়দার আলী, টিএমএসএস এর নির্বাহী পরামর্শক কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম,বিজ্ঞানী প্রফেসর ডক্টর সনজন কে দাস, টিএমএসএস এর সংশ্লিষ্ট সেক্টর প্রধান নিগার সুলতানা, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, বরকত বীজের ডিলার ও বিভিন্ন ক্রপ ক্যাচমেন্ট এরিয়ার লীড ফার্মারগণের সহিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে বক্তারা বলেন আগামীতে এই উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে এলাকায় আলুর চাষ করে দ্বিগুণ উৎপাদন ও সম্প্রসারণ করার আশাবাদ ব্যক্ত করা হয়। আলু চাষীগণ আলু উৎপাদনে অধিক খরচ, কোল্ড স্টোরেজের ভাড়া, বিভিন্ন প্রকার ব্যয় বিধান বিবেচনায় স্টোরেজে আলু ঢুকানোর পর্তা মূল্য ৩০ থেকে ৩৫ টাকা হতে পারে। যে সমস্ত আলু ব্যবসায়ী ব্যাংক থেকে বাণিজ্যিক দরে ঋণ নিয়ে আলু কিনে রাখবে, ব্যাংকের সুদ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বিবেচনা গণ্য করলে এবছরে আলুর মূল্য প্রতি কেজি কমবেশি ৫০ টাকা হতে পারে বলে উপস্থিত কৃষক জানান। সভায় সকল আলোচকগণ বাংলাদেশ সরকারের নিকট থেকে কৃষি সেক্টরের জন্য জাতির বৃহত্তর স্বার্থে ব্যাপক ভর্তুকি কামনা করেন। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগন, আলু বীজ উৎপাদন চাষী, ডিলার, সুবিধা ভোগী চাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।