নরসিংদীর,শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ঃ
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ২৫/0১/ ২০২৪ ইং বৃহস্পতিবার সকালে,নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয় এর উপস্থিতিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব মহোদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা কমিটির মুখ উপদেষ্টা নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন , শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহসিন নাজির,সহ সভাপতি, আজিজুর রহমান ভুলু মাস্টার, আলমগীর হোসেন আঙ্গুর মূধা। শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি আলহাজ্ব তাইজুল ইসলাম মোল্লা । উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ ,উপজেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয়ের ব্যক্তিগত অফিসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শিবপুরে যে কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি শিবপুরের সকল উন্নয়নমূলক কর্মকান্ড পর্যায়ক্রমে সমাপ্ত করিব ইনশাল্লাহ।