ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাহাবুব আলম সুমন
মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম সুমন। গত-২৫/০১/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে মিলব্যারাক পুলিশ লাইন কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর হাত থেকে তিনি এ পুরুস্কার গ্রহন করেন।
ওসি মাহাবুব আলম সুমন জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ওয়ারেন্ট তামিল,মামলা নিষ্পতি ও সেবাসমূহ সার্বিক বিষয়ে ভালো কাজের অবদানের জন্য ঢাকা জেলা থেকে তাঁকে ডিসেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ ওসির এ পুরস্কার দেওয়া হয়।
ওসি আরও বলেন আমি আশা করছি আমার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বাসী সবাই আমার পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহযোগিতা করবেন।
মাহাবুব আলম সুমন ২০২৩ সালের ১২ ই ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসির দায়িত্ব গ্রহন করেন।
এ সময় উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগন।