বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ আয়োজিত টিএমসি ডে অনুষ্ঠিত
এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার জিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বগুড়ার অহংকার অধ্যাপিকা ডক্টর হোসেনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত শনিবার কলেজ ক্যাম্পাসে টিএমসিডে ও স্টুডেন্ট উইক ক্লোজিং সিরোমনি অনু্িষ্ঠত হয়েছে। টিএমসিডে অনুষ্ঠানের শুরুতেই বর্নাঢ্য র্যালী বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। রালী শেষে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পদচারনায় কলেজ ক্যাম্পাস প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সমগ্র পরিবেশটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এ উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসের মরিয়ম গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।টিএমসির অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ জাকির হোসেনের সভাপতিতে আলোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার রেজাউল আলম জুয়েল ও বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সুশান্ত কুমার সরকার বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। তিনি কলেজের পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগতম জানানোর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগন বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন, টিএমসি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মেডিকেল শিক্ষায় এগিয়ে যাচ্ছে। দেশের সংকটময় বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যেমন সুনাম অর্জন করেছে, তেমনি গুনগত শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি দেশের ভিতরে অবস্থান তৈরী করেছে। বক্তাগণ আরও বলেন, একজন ডাক্তার চলনে বলনে আচারনে ডাক্তার হবেন। তাদের মানবিক গুনাবলী প্রভাবিত করবে। দেশ জাতির উন্নয়নে একজন শিক্ষার্থী ডাক্তার শুধু স্বাস্থ্য সেবা নয় সব বিষয়ে দক্ষতার স্বাক্ষর রাখতে নিজেকে তৈরী করবে ও তাদের নিজস্ব পেশার বাহিরেও ভূমিকা রাখবে।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টিএমএসএস এর উপদেষ্টা পর্ষদের সদস্য, পরিচালনা পর্ষদ সদস্য, নানা পদমর্যাদার কর্মকর্তা, মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঝাঁকজমকপূর্ণ, সুষ্ঠু ও সুন্দর হবে সমাপ্ত হয়।
এম এ খালেক খান
০১৭১৬৬৯৭২৬২