বগুড়ায় সরিষার ক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ির মরদেহ
মোঃ কাওছার মিয়া দিপু
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালুতে সরিষার ক্ষেত থেকে মিলন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ফেব্রুয়ারি ) দুপুর ১টার দিকে উপজেলার দেহর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার দেহর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মিলন হোসেন (৫০)। এবং পেশায় ব্যবসায়ি ছিলেন।
জানা গেছে, শুক্রবার কাহালু উপজেলার দেহর এলাকায় সরিষার ক্ষেতে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে এক যুবক। মরদেহ দেখে পুলিশকে খবর দেয় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মিলনের নাকে একটা ক্ষতের দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।