স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর গোলদার
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, এড. নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত সজ্জন ও বিনয়ী ব্যক্তি ছিলেন। একজন প্রতিথযশা আইনজীবী হিসেবে আদালত পাড়ায় সুখ্যাতি ছিল তার। খ্যাতিমান হওয়া সত্ত্বেও তার বিনয়িতা অনুকরণীয়। তিনি বিনয়িতার মাধ্যমে মানুষের হৃদয়ে রেখাপাত করে গেছেন। কখনো আত্মপ্রচারণায় লিপ্ত ছিলেন না তিনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মরণ সভা কমিটি’র আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ দিদার আশরাফী ও সমন্বয়কারী প্রণবরাজ বড়–য়া, সুমন দেবনাথ’র যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, প্রফেসর ড. রেজাউল কবির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, পরিবারের পক্ষ থেকে এড. নুরুচ্ছফা তালুকদারের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ মাহমুদ রাসেল, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী নুরুল আজিম নুরু, চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনসারুল হক, যুবলীগ নেতা ছাবের আহমদ চৌধুরী, রবি শংকর সেন নিশান, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ দিদারুল ইসলাম, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরী, ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, হারুণ অর রশিদ, নারী নেত্রী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, রোজী চৌধুরী, কাজী আইয়ুব, ইসমাইল কোম্পানী, গাজী গোফরান, আনিসুল ইসলাম, ঈসা মোহাম্মদ তকি, রাফিকা আক্তার, আনিছুর রহমান, ফিরোজ উদ্দীন, নীল কমল সুশীল, ফরিদুল আলম বাদশা, মোঃ আসিফ ইকবাল, এম আর ইয়াছিন, রতন ঘোষ, আব্দুল মান্নান বাপ্পী, মোঃ তিতাস, মহিউদ্দিন আহমদ, নাজের উদ্দিন প্রমুখ