এম এ খালেক পি.ভি.এম
অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর অনুভূতি, ২০১৫ সালে নিউইয়র্কের জাতিসংঘ চত্বরে বিশ্ব নারীর অবস্থান পরবর্তী Action plan, Perspective plan/ Strategic plan ইত্যাদি বিষয়ে সরকারের প্রতিনিধি হিসেবে Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW) কনফারেন্সে গিয়ে Interfaith সেমিনারে এশিয়ার নারী হিসেবে আমি একা অংশগ্রহণ করায় নারী সঙ্গীহীনতায় যতোটা অস্বস্তিবোধ করছিলাম, তা থেকে অনেক বেশি সংবেদনশীল ছিলাম আলোচনার ইস্যু উপাদানসমূহের প্রতি। ঐ Interfaith কনফারেন্সে মুসলমানসহ ২৮টির অধিক ধর্মীয় পণ্ডিত নেতৃস্থানীয় এবং ধর্মীয় নেতা ছিলেন। সাগরের পানিতে খড়কুটোর তুল্য ভাসন্ত-ডুবন্ত তুচ্ছ মানুষ হলেও নারী হিসেবে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কমতি ছিলনা। সেই সেমিনারের Recommendation-গুলো Plenary-তে যাবে। তাই আমার অপছন্দনীয় ইস্যু যথাঃ
১) পৃথিবীর মধ্যে অধিক সংখ্যক গরিব ইসলাম ধর্ম অনুসারী।
২) অধিক জঙ্গিবাদ/সন্ত্রাসী/ধর্মান্ধতা ইসলাম ধর্ম অনুসারী।
৩) ঈশ্বর, আল্লাহ্ খোদাতায়ালা, দেবদেবীভিত্তিক ইবাদত-উপাসনালয় আগ্রহী এবং ব্যয় করে, অথচ মানব কল্যাণকে উপেক্ষা করে ইসলাম এবং হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর থেকে যে দেশই ভ্রমণ করেছি Street bagger পথকলি শিশু যারা গার্বেজ থেকে খাদ্য কুড়ে কুড়ে সংগ্রহ করে জীবনযাত্রা নির্বাহ করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি, CEDAW এর Interfaith কনফারেন্সের সুপারিশের সাদৃশ্যতা পেয়েছি। আগামী মার্চ/২০২৪ মাসে নিউইয়র্কে CEDAW এর কনফারেন্সে গিয়ে ঐ Recommendation-গুলোর অবস্থান দেখব।
চিকিৎসা সংক্রান্তে দিল্লিতে সাকেট এলাকার সিটি ওয়াক মল এলাকায় হোটেল Svelte এর সামনে রাস্তার পার্শ্বে ভিক্ষায় রত মহিলা ও শিশুদেরকে জিজ্ঞাসাবাদ করে জানলাম, এরা সবাই মুসলমান। আমাদের মতো টুটাফাটা সমাজকর্মীদের জানা, গরিব পরিবারের মহিলা এবং শিশুরা আরও গরিব। রাষ্ট্রীয় বিপর্যয় ঘটলে গরিবদের অসুবিধা বেশি হয়। অসুবিধাগ্রস্ত পরিবারের নারী ও শিশু দারুণ অসুবিধায় পতিত হয়।মহিলাদের মুখ ফিকে যায়, হাস্যোজ্জ্বল তো দূরে থাকুক ক্রন্দনে কাল কাটে। তাই হাস্যোজ্জ্বল নারী সমাজ রূপকল্প বিশিষ্ট টিএমএসএস এর অর্জনের অগ্রগতির অবস্থান কোথায়? সাধু সাবধান।