মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ৫ /২/ ২০২৪ ইং সোমবার নরসিংদীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ডাকাতি সংক্রান্তে মিডিয়া ব্রিফিং করেন পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয় ।
বিগত ২৬/০১/২০২৪ তারিখ নরসিংদীর ,শিবপুর থানাধীন যশোর বাজার ইউনিয়নে দেবালেরটেক এ অত্র মামলার বাদী হাজী মোঃ মেজবাহ উদ্দিন মেজুর বাড়ীতে ২৬/০১/২০২৪ দিবাগত রাতে বারান্দার গ্রীল কেটে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ১০/১২ জন ডাকাত দল মালিকের টিনসেড ঘরের বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। ০৭ জন ডাকাত রুমে প্রবেশ করে বাদীর স্ত্রীকে ছুরি ও পাইপগান ধরে জিম্মি করে আলমারির লক ভেঙ্গে ১৯,০০,০০০/— (উনিশ লক্ষ) টাকা নিয়ে যায়। এছাড়াও বাদীর স্ত্রীর গায়ে থাকা স্বর্ণের গয়না ছাড়াও আলমারিতে রক্ষিত প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার (যাহার মূল্য—১৭,৩৪,০০০/— টাকা) সহ ০১টি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা নগদ টাকা সহ মোট ৫৩,৩৬,০০০/— (তিপান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকার) মালামাল লুন্ঠণ করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে উপরোল্লেখিত মামলা রুজু হয়।
অত্র ডাকাতির বিষয়ে মামলা দায়েরের পরে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব অনির্বাণ চৌধুরী (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার, (শিবপুর সার্কেল) জনাব মেসবাহ উদ্দিন ও জনাব খোকন চন্দ্র সরকার, ওসি ডিবি নরসিংদী এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাদেকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪/০২/২০২৪ তারিখ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ০৬ জন ডাকাত এবং লুন্ঠিত মালামাল ক্রয়কারী শিপন চন্দ্র সূত্র-কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ০১টি প্রাইভেটকার, নগদ অর্থ, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পাইপগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা
১। শেখ ফরিদ (৩৫), পিতামৃত— সিদ্দিকুর রহমান, সাং—বটতলি খামারপাড়া, থানা—রায়পুরা,জেলা— নরসিংদী। মামলা—০৫টি।
২। আবুল কাশেম (৪২),পিতামৃত— রাজু মিয়া,সাং—নৌকাঘাটা, থানা—শিবপুর,জেলা— নরসিংদী। মামলা—০১টি।
৩। নূরুল ইসলাম (২৯), পিতা— আঃ রহিম,সাং— চম্পকনগর, থানা ও জেলা— নরসিংদী। মামলা—০৩টি।
৪। মোক্তার হোসেন (৪৪),পিতা—চাঁন মিয়া,সাং— দড়িবালুয়াকান্দি,থানা—রায়পুরা,জেলা—নরসিংদী । মামলা—০১টি।
৫। আল আমিন (২৯),পিতামৃত— রাজা মিয়া,সাং—চড়—আড়ালিয়া, থানা—রায়পুরা,জেলা—নরসিংদী। মামলা—০২টি।
৬। রাজিব (২২),পিতামৃত—আয়নাল মিয়া, সাং—বকশালীপুরা,থানা ও জেলা— নরসিংদী।
লুন্ঠিত মালামাল ক্রয়কারী
১। শিপন চন্দ্র সূত্রধর (৩৪),পিতা—সাধন চন্দ্র সূত্রধর, সাং—বাটপাড়া দিঘিরপাড়, থানা—পলাশ,জেলা— নরসিংদী।
উদ্ধারকৃত আলামতের বর্নণা
১। ০১টি প্রাইভেটকার।
২। নগদ ৫,২৩,৫০০ /— (পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা।
৩। গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম।
৪। ০১টি পাইপগান।
৫। ০৪ রাউন্ড কার্তুজ।