মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় স্বনামধন্য বিদ্যাপীঠ নারগুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ-নবম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারগুন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, বিশেষ অতিথি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুব আলম, সহকারী শিক্ষক সুজন রায়, মো: আকতার হোসেন, রেজাউল করিম, মো: মামুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, ম্যানেজিং কমিটির সদস্য মো: কামাল হোসেন প্রমুখ। এ সময় ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা এবং চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী ও নতুন শিক্ষার্থী, তাদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।