স্বাধীন আলম হোসেন
নাটোরের লালপুর সহ পৃথক ৩টি অভিযান পরিচালানা করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জন চাঁদাবাজকে চাঁদাবাজির টাকা ও রশিদ সহ হাতে নাতে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি-২৪) সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, রাজশাহী (ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্প) এর চৌকষ আভিযানিক দল ০৫ই ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১০ টা হতে দেড় টা পর্যন্ত নাটোরের সিংড়া, সদর এবং লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ মোট ২৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রানা (২৮), পিতা-মৃত মিন্না আলী,- রামকৃষ্ণপুর, শাহাজাহান আলী (৬২), পিতা-মৃত শাহাদাত হোসেন, সাং-বালিতিতা ইসলামপুর, আব্দুল খালেক (৬৫), পিতা-মৃত মোজাহার মন্ডল, সাং-রামকৃষ্ণপুর, আজাহার শেখ (৫২), পিতা-মৃত ছমের শেখ, আফজাল হোসেন (৬০), পিতা- মৃত ইমান আলী, উভয় সাং-জৈতবৈদগি, রাইজুল ইসলাম (৩৫), পিতা-মোঃ রফিজ উদ্দিন, সাং-মহেশপুর, রেজাউল করিম (৬২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-গোপালপুর মধুবাড়ী, উজ্জল হোসেন (২৮), পিতা-মোঃ জানবক্স মন্ডল, সাং-বৈদ্যনাথপুর, সবার থানা-লালপুর, আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), পিতা-আলহাজ নইমুল হক, সাং-চাঁদপুর, আনোয়ার হোসেন বাবু(৫০) পিতা-মৃত আকবর, সাং- বালুঘোড়া আকরামুল ইসলাম (৩৮), পিতা-মিরাজুল ইসলাম, সাং-গোডাউন পাড়া, এরশাদুল (৪৮), পিতা-মৃত ছলে মন্ডল, সাং-মাদারীপুর, বাবুল খান (৪৭), পিতা উকিল উদ্দিন, সাং-মাদারীপুর, মনসুর রহমান (৩৭), পিতা-জামাল উদ্দিন মন্ডল, সাং-চাঁদপুর, মোজাহার (৫৫), পিতা-মৃত মনজিলা প্রামানিক, সাং-লিংগুইন, বারেক সর্দার (৫৫) পিতা- মৃত আমিন হোসেন সর্দার, সাং-দমদমা, হাসান আলী (৫৬), পিতা-মৃত ওমর আলী সাং-হাতিগাড়া (দমদমা), জিয়াদুল ইসলাম (৫৫), পিতা-মৃত আফসার প্রামানিক সাং-বালুয়া বাসুয়া, ফাইজুল ইসলাম (৩৫), পিতা-জামাল উদ্দিন প্রামানিক, সাং-কাটাপুকুর (দমদমা), আরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত শহিদ সওগার, সাং-সরকার পাড়া, সর্ব থানা-সিংড়া, আব্দুর রাজ্জাক (৪০), পিতা-মোঃ ইসমাইল মোল্লা, সাং-পাটুল, থানা-নলডাঙ্গা, বাবু প্রামানিক (৩৫), পিতা-মোঃ লছের প্রামানিক, সাং-নবীনগর, থানা-নাটোর সদর, বেল্লাল হোসেন (৫৬), পিতা-মৃত অরুন সরকার, সাং- পাটুল বাঁশভাগ, থানা-নলডাঙ্গা, রুপস আলী (৪১), পিতা-মৃত আকরাম আলী, সাং-বোসপাড়া, থানা-বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ফারুক (৩৬), পিতা-মোঃ জুলহাস ব্যাপারী, সাং- রায়সিঙ্গপুর, থানা-নলডাঙ্গা, জেলা নাটোর গনকে আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামালা রুজু করা হয়েছে।