সালমা সুলতানা
আমি শব্দ শ্রমিক হয়ে-
অনুভবের হাতুড়ি, শাবল,গাইতি চালায়ে প্রতিনিয়ত
বর্ণ,শব্দ, ছন্দ ভাঙি – গড়ি,আর কবিতায় তোমাকে খুঁজে ফিরি।
অবাক চোখে তাকিয়ে দেখি,
মাঠ ভরা পাকা ধানে ধানে সোনালী আভার স্নিগ্ধতা
আর শেষ কার্তিক দিনেও চৈত্রের তীব্র দাহের প্রখরতা।
বাংলার মাঠ,ঘাট আলপথে,
হেঁটে বেড়ানোর সুখ – স্মৃতি, দুরন্ত আর দস্যিপনার কত অনুভূতি
মনের ক্যানভাসে করি আঁকিবুঁকি,শব্দের তুলিতে ভাসাই কত প্রীতি।
এক চিলতে কার্তিক রোদ এসে-
পুব জানালার কাছে দাড়ানো পল্লীবধূর চোখ ধাঁধিয়ে দিলে
সেই ঝলকানিতেও শব্দগুলো,কবিতার ছন্দে ছায়া ফেলে।
শব্দের পিঠে শব্দ সাজিয়ে
কখনো প্রকাশিতে চায় মন,গাছে গাছে দোল খাওয়া কচি পাতার টিয়া রঙ।
ভাবনায় আসে কখনো, হেমন্তের লেখা পত্রে শীতকে করা আমন্ত্রণ।