মোঃ মেহেদী ইকবাল জয়
আঁধার কেটে পুব গগনে
যখন ভাসে রবির আলো,
খোদার কাছে করি দোয়া
দিনটি সবার কাটুক ভালো।
সূর্য উঠে জগৎ হাসে
সবাই ছুটে আপন কাজে,
থাকে না কেউ ঘরে বসে
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে।
নতুন দিনের নতুন আলোয়
ধরার আঁধার যায় যে টুটে,
দ্রুত করে কুসুম বাগে
অলি ভ্রমর আসে ছুটে।
ভোরের হাওয়ায় শীতল পরশ
শান্তি দেয় যে সবার মনে,
নীড় ছাড়িয়া সকল পাখি
আহার খেতে ছুটে বনে।
সন্ধ্যা হলেই সবাই আসে
ফিরে নিজের আপন ঘরে,
সকল ক্লান্তি মুছে ফেলে
ঘুমের মাঝে আরাম করে।