আসাদুজ্জামান খান মুকুল
ভালোবাসার বিনিময়ে
ভালোবাসা দিতে হবে,
মানব প্রেমে বিভোর হলে,
তবেই জীবন ধন্য ভবে!
বৈরী থেকে সম্পৃতিতে
মনের ঘরে জ্বালায় আলো,
হঠকারীতায় পূর্ণ হলে
হয় যে জীবন নিকষ কালো।
মেকি পিরিত বালির বাঁধে
জীবন করে সর্ব’নাশা,
ধরার মাঝে সুখের বাণী
দেয় যে সঠিক ভালোবাসা।
তাইতো সবাই হৃদ মাজারে
ছবি আঁকো সকাল সাঁঝে
ভালোবাসায় উঠলে মেতে
সুখ পাবে যে সকল কাজে।
কালি দিয়ে নাম লিখিলে
হয়তো একদিন যাবে পুড়ে,
হৃদয় পটে নাম লিখিলে
মধুর হয়ে বাজবে সুরে।