মোঃ উজ্জল সরকার উপজেলা:প্রতিনিধি
পলাশবাড়ী পৌর শহরের অদূরে সরকার ফিলিং
স্টেশনের সামনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই মর্সান্তিক মৃত্যু ঘটেছে মাবুদ(১২)
নামের এক শিশুর।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়,পৌর শহরের
দক্ষিণ বন্দর এলাকায় সরকার পাম্পের সামনে
শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক দূর্ঘটনটি ঘটে।
শিশু মাবুদ তার মায়ের সাথে এক আত্মীয়ের বাড়িতে
যাচ্ছিলেন।মহাসড়ক পারাপারের অপেক্ষায় থাকার
এক পর্যায় মায়ের অগোচরে রাস্তা পার হচ্ছিল।
এসময় রাইন মন্ডল এন্টারপ্রাইজ নামীয় ট্রাকের
(বগুড়া-ট-১১-১৬৫৩)চাকায় ওই শিশুর মৃত্যু ঘটে।
শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সিভিল
ডিফেন্সের সদস্যরা।
এসময় উত্তেজিত জনতা দুর্ঘটনা কবলিত ট্রাকটি
ভাঙচুরসহ চালককে মারপিটের চেষ্টা করলে পলাশ-
বাড়ী থানা পুলিশ টিম ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক
কে উদ্ধার করে থানা হেফাজতে নেন।
নিহত শিশু পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল
ইসলামের ছেলে বলে জানা যায়।থানা অফিসার
ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি
নিশ্চিত করেছেন।জেলা পুলিশ সুপার মো.কামাল
হোসেন এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয়
কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।