মানবতার কল্যাণে আমরা সংগঠনের অঙ্গ সংগঠন মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
মোঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম
উত্তর চট্টগ্রামের সেচ্ছাসেবী ও রক্ত দাতা সংগঠন মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর ৪র্থ বর্ষ পূর্তি সংগঠনের সভাপতি জুবাইর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠান ভিন্ন আয়োজনে সম্পন্ন হয়েছে।
১০ ই ফেব্রুয়ারী শনিবার মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আনন্দ ভ্রমন ও স্থানীয় একটি মাদ্রাসা
তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় খাবার আয়োজন করা হয়েছে।
এর পাশাপাশি মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সামাজিক ও মানবিক সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স কে সম্মাননা স্মারক প্রধান ও উক্ত সংগঠনের এক্টিভ সদস্যদের সংগঠনের নাম লগু প্রিন্টিং মগ পুরস্কার, পরিশেষে স্থানীয় কয়েকটি দার্শনি স্থান শুভলং ঝর্ণা, পলওয়েল পার্কে ঘুরাঘুরি এবং ঝুলন্ত ব্রীজ ভ্রমণ এর মধ্যে দিয় সম্পন্ন হয়।
সভাপতি জোবাইর হোসেন বলেন,সংগঠন সবসময় মানবিক কাজের পাশাপাশি রিফ্রেশমেন্ট এর জন্য ট্যুর বিভিন্ন বিনোদনমুলক প্রোগ্রাম, খেলাধুলা করে থাকে, তারই ন্যায় এটাও একটি আয়োজন ছিলো, সেহেতু এটাও এরকম একটি আনন্দমূলক অনুষ্ঠান, যেটাতে সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সবসময়, সারা বছর যাদের মাধ্যমেই মানবিক কাজ করেই যাচ্ছে এই পরিবার, তাদের নিয়েই মূলত সাংগঠনিক এরকম প্রোগ্রাম গুলো।
এই সময় উপস্থিত ছিলেন মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর কার্যকারী সদস্য বৃন্দ।