সাথী সুলতানা স্টাফ রিপোটার
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত গ্রামপাঙ্গাসী গ্রামে চাঁদা না পেয়ে বাড়ি ঘর ভাংচুর ও মারপিট খুন জখম এর অভিযোগ উঠেছে এলাকার একদল সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে।
গত ১১ই ফেব্রয়ারী ২০২৪ ইং তারিখে ঘটনা স্থলে গিয়ে ভুক্তভোগী আবদুল ওয়াহাব এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন এলাকার একদল ভয়ংকর সন্ত্রাসী বাহীনি মাসুদ রানা (২৮),আবদুল মান্নান (৫৫),কাজল(২০),মনোয়ারা (৪৫), মালা,রুপসানা সহ আরও অপরিচিত সবমিলিয়ে ১০/১২ জন বেলা ৮ ঘটিকায় একসঙ্গে আমার বসতবাড়িতে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। উক্ত টাকা দিতে আমি অপারগতা প্রকাশ করলে তাৎখনিক পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন লাঠিসোঠা ও ধারালো অস্ত্রদিয়ে আমার বাড়ি ঘরে কুপিয়ে লন্ডভন্ড এবং ভাংচুর করে।
এসময় বাড়িতে থাকা আমি, আমার ছেলে এবং ছেলের বউকে মারপিট করে ফুলা জখম করে। এসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে উক্ত সন্ত্রাসী বাহিনী টাকা না দিলে যাকে যেখানে পাবে সেখানেই খুন,জখমের হুমকি দিয়ে বীরত্বের সাথে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আমার ছেলে আসলাম ৯৯৯ এ ফোন দিলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং খুব দ্রুতই এঘটনার আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন খান বলেন বিষয় টি আমি শুনেছি তবে কোন পক্ষদয় আমাকে জানাইনি। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন এই ঘটনার বিষয় টি আমি জানিনা। অভিযোগ পেলে
সমাজপতিদের সহযোগিতা নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
এদিকে এলাকার সচেতন মহল মনে করেন বিষয় টি দ্রুত সমাধান না হলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।