হানিফ রাজা
একুশ আমার বর্ণমালা
একুশ আমার গর্ব,
একুশ আমার হৃদয় জুড়ে
বাংলা আমার কর্ম।
একুশ আমার মুখের বুলি
বাংলা মায়ের ভাষা,
এই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।
একুশ মানে লাশের সারি
বক্ষে গুলি সয়ে,
রক্ত দিলো বীর শহীদেরা
থাকবে অমর হয়ে।
একুশ আমার সোনার বাংলা
রক্ত দিয়ে কেনা,
ভাষা শহীদ ভাইদের কাছে
আজও আছে দেনা।