জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বোরো মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএমডিএ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সেচ কমিটির অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ, সারের সরবারাহ নিশ্চিত করে এ মৌসুমে কৃষকদের সুষ্ঠুভাবে আবাদ লাগানো ও উঠানোতে যেন কোন রকমের সমস্যা না হয় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।