তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দাওয়াতে ইসলামির উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে শহরের সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাত,সালাতু তাসবিহ সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকুনে শুরা হাজি আলি আত্তারী(পাকিস্তান) । পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের প্রধান আব্দুল মুবিন আত্তারী।
রাত ১১.১২ মিনিটে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে মাহফিলের সূচনা করা হয়। বিগত কয়েক বছর ধরে দাওয়াতে ইসলামী পবিত্র শবে বারাত উপলক্ষে সৈয়দপুরে এই সুন্নাতে ভরা ইজতেমা করে আসছে।
মাহফিলে আলোচকগণ নফল নামজের গুরুত্ব ও পবিত্র কুরআন হাদিসের আলোকে পবিত্র শবে বারাত পালনের নানাবিধ বিষয় তুলে ধরেন।
সর্বশেষ মাহফিলের শেষ পর্যায়ে প্রধান অতিথি হাজি আলি আত্তারী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।