স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর
গোলদার
শুভ জন্ম দিন বাবা আমার,
এই দিনে আলোকিত করে আমাদের কোলে তুমি এসেছিলে এসেছিলে এই পৃথিবীতে। অনেক স্বপ্ন নিয়ে আল্লাহর রহমতে সে স্বপ্নের দায়িত্ব ছিল আমার তোমার জীবনে আমি যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি কোন জিনিসের ঘাটতি রাখি নাই প্রিয় বাবা আমার তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহর কাছে মানুষের মত মানুষ হও
আর সেই দিন থেকে তোমার পিছে বট গাছের মতো ছায়া দিয়ে আসছি আমি
আর এই জীবনের শেষ দিন পর্যন্ত বৃক্ষের মতো ছায়া দিয়ে যাব। যতদিন বেঁচে আছি ততদিন তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ
শুধু একটাই প্রত্যাশা করি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। এটাই আমার প্রত্যাশা এবং কামনা শুভ জন্মদিন বাবা আমার