মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস বলছে, আগুনে ওই রেস্টুরেন্টের ভবনে আটকে থাকতে পারে কয়েকজন। তাদের উদ্ধারে কাজ চলছে।
এদিকে, আগুন লাগা ভবন থেকে রাত ১১টা পর্যন্ত জীবিত ১২ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে ফায়ার সার্ভিসের টিটিএল দিয়ে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। আগুনে ওই রেস্টুরেন্টের ভবনে আটকে থাকতে পারে কয়েকজন। তাদের উদ্ধারে কাজ চলমান।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।