তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে সৈয়দপুর বিজ্ঞান কলেজ ও রুয়েটের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এবং অকাল প্রয়াত সৃজনশীল লেখক তানভির ফুয়াদ রুমির স্মরণে দিনব্যাপী জমজমাট বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শহরের শহিদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক রোডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে এই বই বিনিময় উৎসবটি অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম এই বই বিনিময় উৎসবটি আয়োজন করা হয়েছিল। লেখার জগতে ছিলো তার সাহসী লেখনী তাই সে সকলের কাছে হয়ে উঠেছিলো এক তরুণ সৃজনশীল লেখক আজ মোট এক হাজার দুইশত বই ৪০০-৪৫০ শিক্ষার্থীদের মাঝে বিনিময় ঘটে।এই বছর তার দুইটি মোড়কে তিনটি বই প্রকাশ পেয়েছে জাতীয় বই মেলায়।সে সৈয়দপুর শহরে আতিয়ার কলোনি এলাকার সন্তান।এই মেধাবী শিক্ষার্থীরা জীবন যাত্রার ২০২৩ সালে পরিসমাপ্তি ঘটে। তার অকাল মৃত্যুতে শোকাভিভূত হয় তার সহপাঠীরা। তারই সৃজনশীল লেখনীকে সম্মান জানাতে ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির এই আয়োজন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃমোখছেদুল মোমিন,লেখিকা লিপিকা লিপি, ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু,দৈনিক প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু,আজকের পত্রিকা নীলফামারী জেলা প্রতিনিধি সিসি নিউজ এর সম্পাদক সাংবাদিক জসিমউদদীন,ছাত্রলীগ নেতা টুটুল,বাশির আহমেদ।এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রেজওয়ান হাবিব রাফসান,সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিম,নবীউজ্জামান রবিন,আসাদুজ্জামান আসাদ,আবদুর রউফ,আব্দুর রহমান,এসময় ভলান্টিয়ার হিসেবে বইগুলো সংগ্রহ ও প্রদানের সহযোগিতা করেন সাকিব হাসান,মোঃজুয়েল,ইসমামুল আলম ইসমাম,রাকিকুল হাসান রাসু,ফরহাদ হোসেন, নুর ইসরাক,মুহিন,মুনতাসীর রিয়াদ,রিয়াদ হোসেন, বাধন,রাহিলসহ প্রমুখ।