সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের সাথে ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময়

প্রতিবেদক এর নাম / ২৩৯ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

 

এ কে খান :

পাবনার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রোটারি ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড ও মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির ব্যবস্থাপনা পরিচালক, প্রস্তাবিত বেসরকারি মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়া হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ ও ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সাথে দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শিক্ষক প্রতিনিধি দল পাবনার রাজাপুরে ফরিদা টাওয়ারের অফিস কক্ষে ফজিলাতুন্নেছার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ৪ মার্চ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়ে মাহাতাব বিশ্বাস ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার কথা স্মরণ করেন। তিনি প্রতিষ্ঠা লগ্নে যারা এ সকল প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে মৃত্যু বরণ করেছেন তাদের কথাও স্মরণ করেন। আলোচনায় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান ও আগামী ১০ মার্চ তাঁর মায়ের স্মরণে ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালনে দোয়া, মিলাদ মাহফিল, কোরআন ক্ষতোম ও তাবারকের বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় তিনি বলেন আমি দুবলিয়া এলাকায় আমার বাবার নামে হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ ও মায়ের নামে ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এলাকার মানুষ এখন এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা অর্জন করছে জেনে আমি গর্ববোধ করি। ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান এর সার্বিক তত্বাবধানে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মির্জা বখতিয়ার উদ্দিন এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম বাদশা, মোহাম্মদ রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দুবলিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আঃ খালেক খান, প্রাক্তন শিক্ষক মোঃ নুর আলম খান ও অফিস সহায়ক মোঃ আরাফাত রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা ও মতবিনিময়ে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, তিনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সারা জীবন কাজ করেছেন। তিনি জানান পাবনার দুবলিয়া এলাকায় তাঁর বাবা ও মায়ের নামে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি পাবনা কলেজ, রাজাপুর বিজ্ঞান কলেজ সহ পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সহযোগিতা প্রদান করছেন। তিনি বলেন তাঁর শেষ ইচ্ছা পাবনাতে একটি বেসরকারি  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যেই তিনি তাঁর নিজ উদ্যোগে পাবনার রাজাপুরে প্রস্তাবিত বেসরকারি মাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তিনি সমাজে যার যার অবস্থান থেকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই তিনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তিনি প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির মধ্যে মসজিদ, মক্তব, মাদরাসা, ইয়াতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস তাঁর প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ তলা টাওয়ার ও মাহাতাব গ্রীন সিটিসহ তাঁর পরিকল্পিত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে শিক্ষক প্রতিনিধি দলকে দেখান। তাঁরা প্রকল্পের সব কিছু ঘুরে ফিরে দেখে সন্তোস প্রকাশ করেন। শিক্ষা ও সমাজ সেবায় আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস বাংলাদেশ ভারত ও আরব আমিরাতের একটি আন্তর্জাতিক সংস্থা ইনফ্রম কর্তৃক পদক প্রাপ্তিতে শিক্ষক প্রতিনিধি দল তাঁকে ধন্যবাদ জানান ও ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দল তাঁর এ সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্প্রসারণে তাঁদের সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের পরিচালক প্রশাসন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শিপুল বিশ্বাস, প্রকল্পের চীপ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, সাইট ইঞ্জিনিয়ার মোঃ দীপু আলী বিশ্বাস ও হোস্টেল সুপার সাদিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস তাঁর মায়ের স্মরণে মৃত্যু বার্ষিকী পালনের তাবারক, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন বাবদ নগদ ৩৫ হাজার টাকা শিক্ষক প্রতিনিধি মির্জা মোঃ বখতিয়ার উদ্দিনের কাছে তুলে দেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও অন্যান্য উন্নয়ন কাজে সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান বিশ্বাস, পাবনা শহরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও মরহুম আব্দুর রাজ্জাক বিশ্বাসের মাতা ফজিলাতুন্নেছা নেছা এবং পাবনা চেম্বার অব কর্মাসের সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস ও আব্দুস সালাম বিশ্বাসের দাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর