তুষার দাস, চট্টগ্রাম ব্যুরো প্রধান
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) পাহাড়তলী থানার সংসদ এর গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়।দক্ষিণ কাট্টলী ১১ নং ওয়ার্ড শ্রী শ্রী কালী মাতা ঠাকুর রানী গীতা বিদ্যাপীঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ-কারি প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু অঞ্জন মহাজন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) পাহাড়তলী থানার সংসদ এর সভাপতি শ্রী জুয়েল দেবনাথ সাধারণ সম্পাদক সমীরণ দাশ। পার্থ সারথি গীতা বিদ্যাপীঠ ও শ্রী শ্রী কালী মাতা ঠাকুর রানী গীতা বিদ্যাপীঠের গীতা প্রশিক্ষক এবং বিশিষ্ট গীতা পাঠক শ্রী বিপ্লব দাশ। শ্রী শ্রী কালী মাতা ঠাকুর রাণী গীতা বিদ্যাপীঠের প্রধান পরিচালক মিঠুন দাশ সহ-কারি পরিচালক পম্পি দাশ ও নরেশ দাশ সহ প্রমুখ।