মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় তথ্য মেলাওগণশুনানি অনুস্ঠিত

প্রতিবেদক এর নাম / ৮৯ বার পড়া হয়েছে
বর্তমান সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

মুক্তাগাছায় তথ্য মেলাওগণশুনানি অনুস্ঠিত

 

বাবুল হোসেন মুক্তাগাছা

ময়মনসিংহ প্রতিনিধি

 

গতকাল মুক্তাগাছায় ‘তথ্যই শক্তি- জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগান প্রতিপাদ্য করে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং উপজেলা প্রশাসন মুক্তাগাছার যৌথ উদ্যোগে ৪ঠা মার্চ দিনব্যাপী তথ্য মেলা আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম। র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, মেলার উদ্বোধন এবং গণশুনানীতে অংশগ্রহণের মাধ্যমে উপস্থিত সাধারণ জনগনের নানাবিধ সমস্যার সমাধান এবং সরকারি সেবা ব্যবস্থার মানোন্নয়নে উপজেলার প্রতিটি দপ্তরের অংশগ্রহণে নিয়মিত গণশুনানি আয়োজনের প্রতিশ্রুতি প্রদান করেন। গণশুনানিতে অংশগ্রহণকারী দপ্তর প্রধানবৃন্দকে সেবা ব্যবস্থা অধিকতর জনবান্ধব, হয়রানিমুক্ত এবং গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পর্যায়ে নিয়মিত গণশুনানী আয়োজনের মাধ্যমে সরকারি পরিষেবা ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে মত প্রকাশ করেন। দিনের শুরুতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম।

 

সনাক সভাপতি অধ্যাপক মো: আব্দুস সবুর এর সভাপতিত্বে ১ম অধিবেশনে গণশুনানি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। ২য় অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

 

বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সনাক সহ-সভাপতি ও তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল আলম রতন, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য আ.ন.ম শাহনুর মামুন এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: দেলোয়ার।

 

মেলায় আয়োজিত গণশুনানিতে ৬টি দপ্তরের প্রতিনিধিগণ সেবাগ্রহিতা সাধারণ জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং উত্থাপিত সমস্যা সমাধানের প্রতিশ্রæতি প্রদান করেন। মেলায় প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার অবমুক্তকরণ, হাত কলমে তথ্য আবেদন ফরম পূরণ, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর, কার্টুন প্রদর্শনী, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সরকারি-বেসরকারী দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা, নানা পেশাজীবিসহ সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়।

 

মেলায় ৩৭ টি স্টলে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, থানা, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজসেবা, মহিলা বিষয়ক, খাদ্য নিয়ন্ত্রক, পরিবার পরিকল্পনা, মৎস্য, প্রকৌশলীর দপ্তর, জন স্বাস্থ্য প্রকৌশল, যুব উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, বিআরডিবি, প্রাণি সম্পদ, নির্বাচন, পরিসংখ্যান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ স.-১, পল্লী সঞ্চয় ব্যাংক, পিডিবিএফ, পোস্ট অফিস, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, পিআইও, আনসার ও ভিডিপি, বন বিভাগ, সোনালী, জনতা, রূপালী ও অগ্রনী ব্যাংক, সনাক, ব্র্যাক, ওর্য়াল্ড ভিশন, গ্রাউস, বাঁধন অংশগ্রহণের মাধ্যমে সহস্রাধিক সাধারণ দর্শনার্থীদের মধ্যে তথ্য সেবা প্রদান করেন। দিনব্যাপী তথ্যমেলায় ২৫৬ জন তথ্য চেয়ে আবেদন করেন এবং ২২৯টি তথ্য পেয়েছেন।

 

সনাক-এর ইয়েস ও এসিজি গ্রুপের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে দর্শনার্থীদেরকে সরকারি-বেসরকারি দপ্তরে তথ্য আবেদন এর কৌশল শেখানো এবং সার্বিক সহযোগিতা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর