সৈয়দপুরে উরসে মাওলায়ে কায়েনাত ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে তালিমাতে সুফিয়া মিশন এর উদ্যোগে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী( রাদিআল্লাহু তাআ’লা আনহুর) উরস ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১ এপ্রিল (সোমবার) শহরের রেলওয়ে মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলে রাসুল(দ:)সৈয়দ হাসান আশরাফ আশরাফি আল জিলানী (ভারত)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুলে বাংগাল আশিক হুসাইন চিশতি (ভারত), ও মাখদুম শাহ মোজাদ্দেদি আল মাদানি (চাঁদপুর,বাংলাদেশ) তাছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, ভিপি মোস্তফা ফিরোজ,১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন (পাপ্পু),১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম,আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন খোকন, খলিফা মাওলানা মোহাম্মদ আলি আশরাফি, হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী তেগী, প্রমুখ।
বাদ নামাজে তারাবি অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে নাঈম খান এমাদি আশরাফির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খলিফা সৈয়দ আসিফ আশরাফি। আলোচকগণ হযরত আলীর (রাদি:) জীবন ও দর্শন, নিয়ে আলোচনা করেন তাছাড়া ভ্রাতৃত্ববাদ, ঐক্যবদ্ধতা ও ভালোবাসার উপদেশ ও নানান দিকনির্দেশনা মূলক কথা শোভা পায় প্রধান অতিথির আলোচনায়।হামদ ও নাত পরিবেশনা করেন তাজদারে মাদিনা নাত খাঁ গোষ্ঠি। উল্লেখ্য সম্মেলন শেষে সকলের জন্য শাহরির সু ব্যবস্থা বিদ্যামান ছিলো। অনুষ্ঠানে আগত অতিথিরা সংগঠনের উত্তর উত্তর উন্নতি কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আসিফ আশরাফি।