মোঃ উজ্জল সরকার , গাইবান্ধা জেলা
গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ফ্রিজ বাষ্ট হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ি ৪ টি ঘড় পুড়ে ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফলেছা বেগম (৫০) নামে ১ মহিলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বরিশাল ইউপির ভগবানপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির ৪ টি ঘড় পুরে ভস্মীভূত হয়ে যায়।আগুনে পুরে ফলেছা বেগম (৫০)নামে এক মহিলা গুরুতর আহত হয়।
আহতকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।আহত ফলেছা বেগম ওই এলাকার মৃত আজল হকের স্ত্রী।
বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।