সাদুল্লাপুরে যাত্রীর মারধরে
অটোভ্যান চালকের মৃত্যু
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ ও নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাসেল মিয়া নামের অটোভ্যান চালক সে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাসেল একজন প্রতিবন্ধী। সে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।গেল সোমবার আনুমানিক সন্ধ্যার পর সে যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সাথে বাগবিতন্ডা হয়। এরি একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধরক মারধর করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এরপরে স্থানীয়রা অটোভ্যান চালককে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তার শ্বশুর বাড়িতে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয় বলেও জানান তারা।
এ বিষয়টি নিশ্চিত করেছে, সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এখবর পেয়ে সোমবার রাত ১টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।