গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর
মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা – রংপুর মহাসড়কে ঈদের মার্কেট করে বাড়িতে ফেরার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী রাব্বি মিয়া (৩৫) নামের ১ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১০ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ০৪ টার দিকে উপজেলার ঢাকা -রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ নামক এলাকায় মর্মান্তিক এদুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী রাব্বি নামের যুবক সে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার আনুমানিক ০৪টার দিকে বালুবাজার হইতে একটি অটোরিকশা করে ঈদের কেনাকাটা করে বাড়িতে ফেরার পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ নামক স্থানে পৌছিলে রংপুরমুখি একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক একটি ব্যাটারী চালিত অটোরিক্সাটিকে স্বজড়ো ধাক্কা দেয়। এতে অটোরিক্সা যাত্রী রাব্বি মিয়া নামের যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় অটোরিকশার চালকসহ অপর ২যাত্রী ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, এঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। মরদেহটি তার পরিবারের লোকজন নিয়ে গেছে।