ঈদের খুশি
নবী হোসেন নবীন
ঈদানন্দে সবাই যখন
খুশির বানে ভাসছে
পথের ধারে একলা বসে
হাবু তখন কাঁদছে।
হাবুর বন্ধু আবু বলে
কাঁদছ কেনো ভাই?
আমার সাথে এসো বন্ধু
আমার বাড়ি যাই।
আমার দুটো জামা আছে
একটি দেবো তোকে
কাছে এসে হাবুকে সে
জড়িয়ে নিলো বুকে।
চোখের পানি মুছে দিয়ে
নিয়ে গেল ঘরে
কোর্মা পোলাও খেতে দিলো
তাকে আদর করে।
সবার মত ঈদের দিনটি
কাটল হাবুর সুখে
আবুর মত সবাই হলে
কাঁদত না কেউ দুখে।