কবি মফিজুল শিকদার এর কবিতা
এলো বৈশাখ
বিদায় নিল বসন্ত আজি
কোকিলের গান দিয়ে,
ধরার মাঝে নতুন সুবাস
বৈশাখ এলো নিয়ে।
গগন জুড়ে মেঘের ভেলা
বৈশাখ এলো নিয়ে,
আতঙ্কিত হৃদয় মাঝে
ঝড়ের আবাস পেয়ে।
বৈশাখ মানেই নতুন বছর
কালবৈশাখী ঝড়,
লন্ড ভন্ড করে সবি
দেখেনা আপন পর।
বৈশাখ মানেই পান্তা ভাতে
ইলিশ মাছের চাকা,
বৈশাখ মানেই আল্পনাতে
রঙিন ছবি আঁকা।
বৈশাখ মানেই ধরনী মাঝে
বসিয়ে কতো মেলা,
বৈশাখ মানেই ছোট্ট শিশুর
নাগরদোলায় খেলা।
বৈশাখ মানেই পান্তা ভাতে
ইলিশ মাছের চাকা,
বৈশাখ মানেই আল্পনাতে
রঙিন ছবি আঁকা।