বগুড়ায় টিএমএসএসের ডোমেইন কোঅর্ডিনেশন সভার উদ্বোধন
এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন, নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত ডোমেইন কোঅর্ডিনেশন সভার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ফাউন্ডেশন অফিস কার্যালয়ে মঙ্গলবার দুই দিন ব্যাপী এ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাই কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানান। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা টিএমএসএস প্রতিষ্ঠান দেশের বিভিন্ন সামাজিক, মানবিক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, পরিবেশ উন্নয়ন ও দেশের আর্থ সামাজিক উন্নয়ন তথা নানান ভাবে দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। এ সকল কার্যক্রম পরিচালনায় অংশ গ্রহনকারীদের তিনি ধন্যবাদ জানান। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি এ প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ডকে আরো গতিশীল ও বেগবান করতে সকল কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি সকল ডোমেইনের আওতাধীন পরিচালিত জোন, এরিয়া ও শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পযালোচনা বিষয়ের উপর আলোচনা করেন। সভায় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-২ মোঃ সোহরাব আলী খান প্রমুখ বক্তব্য দেন। দুইদিন ব্যাপী এ সভায় বিভিন্ন সেক্টর প্রধান, ডোমেইন প্রধান ও বিভাগ প্রধানগন তাদের নিজ নিজ বিভাগের সার্বিক কার্যক্রমের উপর আলোচনা ও নানান কর্মসূচির উপর গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করবেন। সভায় আলোচক ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সভায় টিএমএসএসের উপদেষ্টা রোটারিয়ান আয়শা বেগম, টিএমএসএসের টাস্ক ফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব, পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম, জিজি এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, উপদেষ্টা, পরামর্শক, পরিচালকসহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মোঃ সোহরাব আলী খান সংস্থার আওতাধীন পরিচালিত মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি পযালোচনা করার পাশাপাশি নতুন, নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করা প্রতিবেদন উপস্থাপন করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি চলতি অর্থ বছরের বার্ষিক টার্গেট পূরণ করার বিষয়েও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সভায় মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন, নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় ।