প্রভু ধৈর্য দিও মনে
মোঃ বদরুল হুদা।
ধৈর্য দিও মনে প্রভু বিপদের মাঝে,
বুকেতে সাহস দিও তুমি সব কাজে।
মনের দৃঢ়তা যেন না হারায় কভু,
পাশে থেকো সদা তুমি দয়াময় প্রভু।
উদারতা মনে নিয়ে সততার সাথে,
জীবনের পথে যেন চলি দিনে রাতে।
জীবন চলার পথে আসে যদি বাধা,
দূর করে দেব সব মন রেখে সাদা।
তোমার করুণা যদি থাকে সদা পাশে,
ভয় নেই তবে কিছু যদি বাধা আসে।
সাহসের সাথে সদা করে যাব কাজ,
ন্যায় পথে রবো কাজে নেই তাতে লাজ।
লোভ লালসার ফাঁদে ধরা দেব নাকো,
ওগো প্রভু দয়া করে সদা পাশে থাকো।
ন্যায় পথ থেকে আমি যাব নাকো দূরে,
তুমি প্রভু রবে সদা মোর মন জুড়ে।
ভালো কাজে মন দেব খারাপেতে নয়,
ধৈর্য রবে বুকে সদা রবে নাকো ভয়।
মানবতা সততার গেয়ে যাব গান,
তোমার দয়ার প্রভু বেড়ে যাবে মান।