গিরগিটি
মোঃ সেলিম হোসেন
গিরগিটি তার গায়ের রঙে
বৈচিত্রতা আনে,
কোথায় কেমন রঙ হবে তার
ঠিকঠিকই সে জানে।
সবুজ যেথায় প্রকৃতি সে
সবুজ হয়ে থাকে,
ধূসর পাতায় ধূসর হয়ে
রাখে নিজের বাঁকে।
বাঁচার তরে গিরগিটিরা
রঙের বদল করে,
ভিন্ন আরেক গিরগিটি যে
আছে ধরার পরে।
ভয়ঙ্কর এই গিরগিটিরা
সময় সুযোগ বুঝে,
যখন তখন রঙ বদলিয়ে
আপন স্বার্থ খুঁজে।
জ্ঞান বিবেকের মাথা খেয়ে
গিরগিটির এই দলে,
পরের ক্ষতি অন্যায় করেও
গর্ব করে চলে।
ভয়ঙ্কর এই গিরগিটি দের
যায় না দেখে চেনা,
তাদের রঙের উন্মোচন হয়
করলে লেনা-দেনা।