সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকায় অর্থ সচিবের সাথে ড.হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক এর নাম / ১২৫ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

এ কে খান :

ঢাকায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোঃ খায়রুজ্জামান মজুমদারের সচিবালয়ের অফিস কার্যালয়ে তাঁর সাথে ২৫ এপ্রিল সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, যুব সমাজের অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। আলোচনায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোঃ খায়রুজ্জামান মজুমদার অর্থ সংক্রান্ত নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি দেশের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোচনা করেন। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম আলোচনায় অংশ নেন।

তিনি বলেন দেশের দারিদ্র্যতা বিমোচন ও মহিলাদের ক্ষমতায়নের উপযুক্ত কর্মকৌশল হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক সমবায় সমিতি, গ্রাম ও পাড়া সমিতির মাধ্যমে ঐতিহাসিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়নকৃত ক্ষুদ্রঋণের সুশৃঙ্খল পরিচালনার নিমিত্তে বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ভূমিকা অত্যন্ত প্রশংসীয় ও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন এপর্যন্ত সরকারি আইন অনুযায়ী ক্ষুদ্রঋণের আয়কে করমুক্ত রাখা হয়েছে। ফলশ্রুতিতে অর্থায়নের স্বাবলীলতায় দেশের প্রায় তিন কোটি পরিবারের স্বকর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ, ইমপ্লয়মেন্ট সৃষ্টি করায় দেশের প্রায় পাঁচ কোটি মানুষ চাকরিতে ও নানান কাজে নিয়োজিত আছেন। ডক্টর হোসনে আরা বেগম বলেন ক্ষুদ্রঋণের উপরে কর ধার্য্য করলে দেশে ক্ষুদ্র উদ্যোগ ও আইজিএ বিলুপ্ত হবার সম্ভাবনা থাকে। ফলে সরকার প্রায় ছয় হাজার কোটি টাকার ভ্যাট হারাবে, দেড় কোটি পরিবার বেকার হবে ও জাতীয় উৎপাদন ব্যাহত হবে। এ পরিস্থিতিতে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাবার পাশাপাশি মানুষ পুষ্টিহীন হবে ও বেকারত্ব জনিত কারণে সামাজিক বিশৃঙ্খলা ঘটবে। ফলে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্ধ বৃদ্ধি করতে হবে। মূলত আর্থিকভাবে সরকারের ইতিবাচক অর্জন হবে না। পক্ষান্তরে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হবার সম্ভাবনা থেকে যাবে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ের জনমানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম খাতে ব্যয় বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধিমূলক আলোচনা শেষে টিএমএসএসের নির্বাহী পরিচালক, সিডিএফ ও এনজিও ফাউন্ডেশনের পর্ষদ সদস্য অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম টিএমএসএস রচিত মুজিব জন্মশতবর্ষ স্মরণিকাটি অর্থ মন্ত্রণালয়াধীন অর্থ বিভাগের সচিব ডক্টর মোঃ খায়রুজ্জামান মজুমদার কে প্রদান করেন। আলোচনা অনুষ্ঠানে অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, টিএমএসএসের কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর