কবি এ এস এম সাদেকুল ইসলাম
প্রবাসে কাটে যে রাত
ভাবিয়া দেশের কথা,
স্মৃতির মাদুলি গলায় ঝুলায়ে
নিভায় সে মনের ব্যাথা।
নেই তো আপন- নেই গো স্বজন
পরবাসে পরজনে পরশী বানায়,
কাজের ফাকে ফাঁকে হৃদয়ে ছবি আঁকে
দুঃখকে ভুলে নিতে সুরে সুরে গায়।
সুখ যে কেমন লাগে
কেমন তার’ই রূপ,
প্রবাস জীবনে তার অনুভূতি
মনের গভীরে জাগে খুব।
মুখে ভাসমান হাসি ফোটে
দুঃখকে অন্তরে রাখে যে আড়াল,
পরিবার পরিজনে এনে দিতে সুখ কিনে
নিজেকে বিলিন করে দেয় যুগকাল।