বিশেষ সংবাদদাতা :
পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দারুল আমান ট্রাস্টের উদ্যোগে শুক্রবার ৩ মে ট্রাস্ট ক্যাম্পাসের মসজিদে আত: তাকওয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়। দারুল আমান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য মাওলানা আব্দুস শাকুরের কর্মময় জীবনের উপর বক্তব্য দেন পাবনা ইসলামী সামাজ কল্যাণ পরিষদের সভাপতি ও দারুল আমান ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল ইসলাম, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হুসাইন, পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দল গাফফার খান, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ,, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল বাসেত, পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন খান, পাবনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ প্রামানিক, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, পদ্মা কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম ও তাঁর পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মাহফিলে বক্তারা মাওলানা আব্দুস শাকুরের জীবন ও কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। বক্তারা তাঁর সততা, দক্ষতা যোগ্যতা, কর্মস্পৃহা ও ইসলামিক জ্ঞানের উপরে তাঁর দক্ষতার ভুয়াশী প্রশংসা করেন। বক্তারা আরো বলেন তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে তাঁর সামাজিকতা ছিল অনন্য। তাঁর চলনবালনে ছিল সর্ব মহলে গ্রহণযোগ্য। যার ফলশ্রুতিতেই তাঁর নামাজে জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রমাণ তিনি একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। আলোচনা শেষে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সাবেক মাওলানা জহুরুল ইসলাম খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য মাওলানা আব্দুশ শাকুর গত ২৮ এপ্রিল বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। দারুন আমান ট্রাস্টের সেক্রেটারি মোঃ নেছার আহমেদ নান্নর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদে নামাজের আগত মুসল্লী, নানা শ্রেণির মানুষ দোয়া মাহফিলে অংশ নেয়।