সৈয়দপুরে বৃষ্টির প্রার্থনায় আহলে সুন্নাতের উদ্যােগে ইসতিসকার নামাজ আদায়
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
তীব্র দাবদাহ ও প্রখর রোদে অতিষ্ঠ সৈয়দপুরসহ সারা দেশের জনজীবন। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ মানুষসহ প্রাণীরা। ফলে গত কয়েক দিন ধরেই বিভিন্ন জায়গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে।
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন সৈয়দপুরের বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (৪মে) সকাল ১০. ৪৫ মিনিটে শহরের রেলওয়ে মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মেরাজ রাসুল মুখতারী,গদ্দিনাশীন দরবারে সোলেমানিয়া মুখতারিয়া,খুতবা পাঠ করেন হাফেজ ও মাওলানা ইমরান হাবিব আশরাফি।
পানির অভাবে চাষাবাদ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল।
সৈয়দ মেরাজ রাসুল মোখতারি বলেন, হাদিসে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, দুইটা সময় জাহান্নাম নিশ্বাস ছাড়ে গ্রীষ্মকাল ও শীতকালে। অতিরিক্ত শীত যখন হয় তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় এবং অতিরিক্ত গরমেও সমস্যার সমাধানে দোয়া করা হয়। অতীতে আরব দেশে যখন এমন প্রখর রোদ আর গরম ছিল তখন হযরত মুহাম্মদ (সা.) গরম থেকে পরিত্রাণ চেয়ে সাহাবাদের নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন।