সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ফেসবুক লাইভে নির্বাচন বর্জনের ঘোষণা দুই চেয়ারম্যান প্রার্থীর

প্রতিবেদক এর নাম / ১১৯ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

 

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার তৃতীয় দিনে লাইভে এসে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন। গতকাল রবিবার (০৫ মে) রাতে নিজ নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাঁরা। এদিকে আরও দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন নির্বাচন বর্জন করবেন বলে ফেসবুকে একটি লিখিত চিরকুট ছড়িয়ে পড়ে। তবে ছড়িয়ে পড়া চিরকুট গুজব বলে উড়িয়ে জাহিদ হাসান বিপ্লব ও আবেদ হোসেন মিলনের সমর্থকরা। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকবেন বলেই বিশ্বাস কর্মী-সমর্থকদের।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর ২ মে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ মোটরসাইকেল, সভাপতি আবুল কালাম আজাদ কাপ-পিরিচ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব হেলিকপ্টার, সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন ঘোড়া, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন আনারস ও সোহরাব হোসেন জোড়া ফুল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন।
ফেসবুক লাইভে এসে তাঁরা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নেতাকর্মীদের প্রভাব বিস্তার করে কেড়ে নিচ্ছেন, ইউপি চেয়ারম্যানগণের ওপর প্রভাব বিস্তার করে নেতাকর্মীদের জোর পূর্বক ওই প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করতে জোর করছেন। কাজ না করলে টিসিবি, ভিজিডি, ভিজিএফ বয়স্ক ও বিধবা ভাতা থেকে তাদের বঞ্চিত করা হবে এমন অভিযোগ তুলে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, এখন আর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর