মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি কেন্দ্রে ভোট চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম (২২) নামের ১ জন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯ নম্বর কেন্দ্রে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিবুল ইসলাম জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার আসেন। বিষয়টি নিশ্চিত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার জাল ভোট দেওয়ার সময় ১জনকে আটক করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪