মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
১০ই মে শুক্রবার মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নাম প্রকাশে অনিচ্ছুক মুসাইদাহ ফাউন্ডেশনের এক উপদেষ্টা ভাইয়ের অর্থায়নে পরিবার চালাতে অক্ষম দরীদ্র একজন অসহায় মানুষের নতুন কর্মসংস্থান হলো। এটা মুসাইদাহ ফাউন্ডেশনের ৩৪ নম্বর স্বাবলম্বী প্রকল্প। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন (পিপিএম) Brain message এর এডমিন মোঃ আহসান হাবিব জুয়েল , মুসাইদাহ ফাউন্ডেশন এর উপদেষ্টা লায়ন মোহাম্মদ আজিজুর রহমান ও রতন সেন, মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ আবু হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রুবেল, অর্থ সচিব সাফিউন হাসিব, সদস্য ওমর ফারুক, রাসেল ও প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শওকত হোসেন পিপিএম বলেন সমাজে ভালো কাজ করতে গেলে সমালোচনা থাকবে সবসময় সমালোচনা গুলোকে পিছনে রেখে স্বচ্ছতার সহিত আমাদেরকে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যেতে হবে। তিনি আর ও বলেন ৫০০ টাকা দান করার চেয়ে ৫০০ টাকা রোজগার করা ব্যবস্থা করে দিয়াই ভালো। অনুষ্ঠানে মো: আহসান হাবিব জুয়েল ভাইয়ের পক্ষ থেকে ১৫ কেজি আপেল পথচারীদের মাঝে বিতরণ করা হয়।