তিনদিন হয়ে গেলেও সন্ধান মিলেনি হেফাজত নেতা আবদুল মাবুদের
মোঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও হাটহাজারী ওলামা পরিষদ এর সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মাবুদ কে সাদা পোষাক দারী পরিচয় দিয়ে কিছু গোয়েন্দা সংস্থার সদস্য রা নিজ বাসা থেকে তুলে নিয়ে যাই।
গত শনিবার ১১মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ড তালুকদার বাড়ি থেকে গাড়ি বহর করে তুলে যাই বলে জানা গেছে।
তিনি ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে।
১২ই মে রবিবার পি আর বি নিউজ কে বিষয় টা নিশ্চিত করেন আবদুল মাবুদের মা, তিনি বলেন গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়, তার মা গোয়েন্দা সংস্থার সদস্য দের কাছে ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জিঙ্গেস করলে তারা জানান তার কাছে কিছু তথ্য আছে তাকে নেওয়া হচ্ছে অল্প সময়ে আমরা আবার এনে দেব তাকে। তবে আজ তিনদিন হয়ে গেলেও বাসায় আসেনি আবদুল মাবুদ।
অন্যদিকে তার বিষয়ে ১২/০৫/২০২৪ইং রবিবার হাটহাজারী মডেল থানায় তার পরিবার ও হাটহাজারী হেফাজতের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে। সাথে সাথে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার ও এমপি মহোদয়সহ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
আজ অবধি প্রায় তিনদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে তার অবস্থানের আনুষ্ঠানিক কোন তথ্য আমরা পাইনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাওলানা মীর ঈদরীস বলেন, দেশে এখন অস্থীতিশীল পরিস্থিতি নেই, এমন সময় হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলার যুগ্ন সম্পাদক আনদুল মাবুদ কে গুম করার ব্যাপার টা জনমনে আরেকটি নতুন নাটকের আতঙ্ক বিরাজ করছে। আমরা অতি বিলম্বে তার মুক্তি ও সন্ধান চাই।
এদিকে ১৩ মে তার সন্ধানে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা, হাটহাজারী উলামা পরিষদ ও পরিবারবর্গ পক্ষ থেকে শীর্ষক সাংবাদিক সম্মেলন ও করা হয়ছে এতে সাংবাদিক দের প্রতি বিশেষ আবেদন করেন তারা সাংবাদিকবৃন্দ!
আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। আশাকরি, একজন গুম হওয়া ব্যক্তির খোঁজ দিতে আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।