সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় হুইপ ও এমপি সমর্থিত দুই প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান রিংকু

প্রতিবেদক এর নাম / ১০৭ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি সমর্থিত প্রার্থী শাহ্ আহসান হাবিব রাজিব (মোটর সাইকেল) ও বর্তমান স্থানীয় সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর (এমপি) সমর্থিত প্রার্থী ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ)কে হারিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুর জামান রিংকু।

তিনি তার নিকটতম প্রার্থীর থেকে ৫ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

মঙ্গলবার(২১ মে) মধ্যরাতে সদর উপজেলা পরিষদের ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র (কনফারেন্স রুম) থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

আমিনুর জামান রিংকু গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১৬৩টি ভোট কেন্দ্রে তিন লাখ ৮৬ হাজার ৫৯৯ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে আমিনুর জামান রিংকু দোয়াত-কলম প্রতীকে পান ৫৪ হাজার ৭৯৬ ভোট।

এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্তেকুর রহমান (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ ভোট।

এদিকে ৩৭ হাজার ৩৭১ ভোট পেয়ে সাধারণ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন:- রফিকুল ইসলাম মিলন (চশমা) প্রতীক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম সঞ্জু (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ২৮ হাজার ৩৪২ ভোট।

অপরদিকে, ৯৯ হাজার ৮৭ ভোট পেয়ে সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন:- মোর্শেদা বেগম (পদ্মফুল)প্রতীক নিয়ে বিজয়ী হয় ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী খাতুন (প্রজাপতি) প্রতীক পেয়েছেন ১৫ হাজার ২৯৪ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আটজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর