সাঘাটায় ১৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,
গাইবান্ধা-০৫
(সাঘাটা –ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের কল্যানে ও আমার উপজেলাকে স্বনির্ভর উন্নত উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। উপজেলার সাথে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বল্প সময়ে স্বল্প খরচে যোগাযোগের মাধ্যম হিসাবে গাইবান্ধা থেকে বোনারপাড়া হয়ে মোকামতলা পর্যন্ত মহা সড়ক নির্মাণ, পৌরসভা, বোনারপাড়া রেল ষ্টেশনকে রিমডেলিং ষ্টেশন হিসাবে গড়ে তুলবো।
তিনি এছাড়াও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে আপনাদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সামশীল আরেফীন টিটু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির পরিচালনা করেন, প্রধান শিক্ষিকা নাছিমা ফেরদৌসি।
শেষে প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।