পুনরায় ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন এজাজ
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
৬ষ্ঠ ৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্যও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর সুযোগ্য সন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবকও দানবীর গাজী এজাজ আহমেদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন -৭০ হাজার -৫১৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মুনিমুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন -৩৯ হাজার ৪১৫ ভোট। রবিবার ৯ই জুন রাতে প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে কেন্দ্র থেকে এ ফলাফল পাওয়া গেছে। ডুমুরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা -২ লাখ ৭৩ হাজার ১১৪ জন এর মধ্যে পুরুষ ভোটার -১ লাখ ৩৬ হাজার -৫০৭ এবং মহিলা ভোটার -১ লাখ -৩৬ হাজার ৬০৭ জন। উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা -১০৮ টি পুনরায় নির্বাচিত ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন আপনারা ডুমুরিয়া উপজেলার -১৪ টি ইউনিয়নের সাধারন জনতা আমাকে কতোটা ভালোবাসেন তা আমি আজ দ্বিতীয় বার প্রমান পেলাম আমিও আমার পরিবার আপনাদের এই ঋন কোনো দিও শোধ করতে পারবো না। সকলে আমার জন্য দোয়াও আর্শীবাদ করবেন আপনাদের দেওয়া অর্পিত দায়িক্ত যেনো সততা নিষ্ঠার সাথে পালন করতে পারি। আপনারা যানেন এই ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আমার পিতা – মরহুম গাজী আব্দুল হাদী তিনিও সুমানের সাথে দায়িক্ত পালন করে গেছেন। তদরুপ আমিও তাঁর সন্তান হিসেবে আপনাদের দেওয়া অর্পিত দায়িক্ত সুনামের সাথে পালন করে যাবো ইনশাআল্লা। জয়- বাংলা -জয়- বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবি হোক মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার মহান আল্লাপাক হায়াৎ দারাজ করুক।